kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

কুয়াকাটা সৈকতে ভাসছিল নিজামের লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

২৪ জুন, ২০২১ ১৫:১৩ | পড়া যাবে ১ মিনিটেকুয়াকাটা সৈকতে ভাসছিল নিজামের লাশ

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মো. নিজাম খান নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিজাম খান কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামের মো. জয়নাল খানের ছেলে।

দুপুরে সৈকতে লঅশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ নিজামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। তবে নিহত নিজাম খান সাঁতার জানতেন না বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা