kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নাটোর প্রতিনিধি   

২৩ জুন, ২০২১ ১৮:১৩ | পড়া যাবে ১ মিনিটেগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নাটোরের নলডাঙ্গায় শামসুল আলম নামের এক কৃষকের প্রায় শতাধিক সদ্য লাগানো কলাগাছ ওপরে তুলে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শামসুল আলম জানান, উপজেলার বাঁশভাগ মাঠে পৈতৃক জমিতে প্রায় শতাধিক কলাগাছ লাগানো ছিল। মঙ্গলবার রাতে সেই কলা গাছ শত্রুতাবশত ওপরে তুলে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে করে তার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তারা এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা