kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শান্তর

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৩ জুন, ২০২১ ১৭:০৫ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গন নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শান্তর

দিনাজপুরে বোচাগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শান্ত নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সেনিহারী কালীবাড়ি গ্রামসংলগ্ন টাঙ্গন নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

টাঙ্গন নদীর পানিতে ডুবে মারা যাওয়া শান্ত (১৭) বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের খানপুর গ্রামের বিষ্ণুর ছেলে। সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টোশনের ফায়ার ফাইটার মো. সুজন মন্ডল জানান, দুজন মিলে টাঙ্গন নদীতে গোসল করা সময় শান্ত নদীর গভীরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি দল ঘটনা স্থলে যায়। অনেক খোঁজাখুঁজির পর লাশ নদীতে ভেসে ওঠে। এসময় তাকে নদী থেকে উদ্ধার করা হয়।

বোচাগঞ্জ উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ পারভেজ (শাহান) নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শান্ত বোনের বাসায় বেড়াতে এসেছিল। বেলা ১২টার দিকে নদীতে গোসল করার সময় এ ঘটনা ঘটে।সাতদিনের সেরা