kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

যশোরে বিধিনিষেধে আরো কঠোরতা

যশোর প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ১৯:১৮ | পড়া যাবে ১ মিনিটেযশোরে বিধিনিষেধে আরো কঠোরতা

যশোরে করোনা সংক্রমণের হার না কমায় এবার বিধি নিষেধে আরো কঠোরতা আনা হয়েছে। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে যশোরবাসীর। এ ব্যাপারে আজ মঙ্গলবার শহরে মাইকিং হয়েছে।

বিধি নিষেধের মধ্যে উল্লে­খযোগ্য হলো, এবারে কাঁচাবাজার , মাছ বাজার, ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। সকল প্রকার দোকানপাট, শপিং মল, হোটেল, রেস্তোরা, চায়ের দোকান, বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাসচলাচল, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সাথে সিএনজি, রিকশা, ভ্যান, অটো রিকশা-ভ্যান, মোটরসাইকেল, থ্রি হুইলার সহ সকল যান চলাচল বন্ধ থাকবে। তবে, রোগী ও জরুরি পরিবহন সেবা চালু থাকবে।

এ ছাড়া মসজিদে প্রতি নামাজের ওয়াক্তে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ ৫ জন ও জুম্মার নামাজে ২০ জন মুসল্লির বেশি অংশ নিতে পারবেন না। এ ছাড়া মাস্ক পরিধান ও বাইরে প্রবেশে নিষেধাজ্ঞাসহ অন্যান্য সকল নির্দেশনা বলবৎ থাকবে।সাতদিনের সেরা