kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

আখক্ষেতে কিশোরের লাশ, আটক ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ১৮:৩৯ | পড়া যাবে ১ মিনিটেআখক্ষেতে কিশোরের লাশ, আটক ২

কুমিল্লার মেঘনা উপজেলা বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের দক্ষিণপাড়া আখক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রাসেল মিয়া (১৭) বড়কান্দা গ্রামের মৃত সাব মিয়ার ছেলে। 

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আখক্ষেতের মালিক ও আখ বিক্রেতাকে আটক করেছে। নিহত রাসেল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বড়কান্দা গ্রামের নিহত রাসেল মিয়া ও তার ৩/৪ বন্ধু মিলে রাতে আখ কাটতে জমিতে যায়। রাসেল আখ জমিতে নামলে জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পর্শ হয়ে পুরো শরীর ঝলসে যায়। তার এই অবস্থা দেখে অন্য বন্ধুরা পালিয়ে যায়। পরে সকালে তার লাশ দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, লাশটি উদ্ধার করে মঙনাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আখক্ষেতের মালিককে এবং বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।সাতদিনের সেরা