kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

গফরগাঁওয়ে ইমাম সম্মেলন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ জুন, ২০২১ ২১:২৫ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে ইমাম সম্মেলন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ইমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, ইমাম রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণপরবর্তী এই সম্মেলনে ২০ জন ইমামকে বাছাই করা হয়েছে। তারা আগামী ২৭ জুন জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ইমাম সম্মেলনে অংশগ্রহণ করবেন।সাতদিনের সেরা