kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি   

২১ জুন, ২০২১ ২০:৪২ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলেসহ তিন জনের মৃত্যুর হয়েছে। আজ সোমবার বিকালে পৃথকভাবে জেলার কালিগঞ্জ ও কলারোয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও গ্রামবাসী জানায়, কালিগঞ্জের বয়েরা গ্রামের মৃত. আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম (৭৫) বাড়ির উঠানে আড়ার ওপর ভেজা কাপড় দিয়ে নাড়াচাড়া করছিলেন। এ সময় মিটারের সাথে সংযুক্ত তারের লিকেজে কাপড়ের স্পর্শ লেগে কাঁপতে থাকেন তিনি। অবস্থা দেখে তার ছেলে রোকন তাকে বাঁচাতে গেলে তিনিও তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে কলারোয়া থানার ভিখালী গ্রামের আবু তালেব সরদার জানান, তার ছেলে জাহিদুল ইসলাম বাড়িতে লাগানো আম পাড়তে গাছে ওঠে। আম গাছের ওপর দিয়ে বৈদ্যুতিক তারের লাইন। আম পাড়ার সময় বিদ্যুতের তারের সাথে আম গাছের ডালের সংযোগ ঘটলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থানে তিনি মারা যান। খবর পেয়ে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন।সাতদিনের সেরা