kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

মণিরামপুরে ২১ নমুনার ১৯টিই পজিটিভ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

২১ জুন, ২০২১ ২০:১৬ | পড়া যাবে ২ মিনিটেমণিরামপুরে ২১ নমুনার ১৯টিই পজিটিভ

যশোরের মণিরামপুরে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই অঞ্চলে নতুন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। সোমবার ২১টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে রবিবার শনাক্ত হয়েছেন ১৫ জন। মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার অনুপ কুমার বসু এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাক্তার বসু বলেন, গত শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে মণিরামপুর হাসপাতালে ৩২ জন নমুনা দিয়েছেন। পরে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে। সোমবার ২১টি নমুনা পরীক্ষা শেষে ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া রবিবার এই উপজেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

ডাক্তার বসু আরো বলেন, হঠাৎ করে এই অঞ্চলে মানুষ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন। করোনার দ্বিতীয় ধাক্কায় মণিরামপুরে অন্তত ১০০ জনের করোনা শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ৭০ জন নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন। গত বছর থেকে এ পর্যন্ত মনিরামপুর হাসপাতালে এক হাজার ৩০০ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এছাড়া অন্য হাসপাতালে নমুনা দিয়েছেন অনেকে। যার মধ্যে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।সাতদিনের সেরা