kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

আয়মন নদীতে নিখোঁজ, সিনথিয়ার খোঁজ মিলল আখালিয়া নদীতে!

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ জুন, ২০২১ ১৮:৫৩ | পড়া যাবে ১ মিনিটেআয়মন নদীতে নিখোঁজ, সিনথিয়ার খোঁজ মিলল আখালিয়া নদীতে!

ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নের নয়বাড়িয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া আয়মন নদীর বাঁশের সাঁকো থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু সিনথিয়ার (৯) লাশ পাওয়া গেছে আখালিয়া নদীতে। আজ রবিবার পৌরসদরের আমতলী এলাকায় আখালিয়া নদীর মাঝে একটি শিশুল লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

পুলিশ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবারের লোকজন শনাক্ত করেন লাশটি সিনথিয়ার। সিনথিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়নবাড়ি গ্রামে কৃষক মো. সোহেল মিয়ার মেয়ে। শিশুটির মৃগী রোগ আছে বলে জানিয়েছে তার পরিবার।

সিনথিয়ার মা সাজেদা খাতুন বলেন, সিনথিয়ার মৃগী রোগ ছিল, গত তিন দিন আগে বাড়ির পাশে আয়মন নদীর উপর বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে যায়। আখালিয়া নদীতে একটি শিশুর লাশ ভাসছে খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পুলিশের উপস্থিতিতে সিনথিয়ার লাশ শনাক্ত করেছি।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. আজিজুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধারকৃত শিশুটির লাশ পরিবারের লোকজন শনাক্ত করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা