kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

সড়কে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

চৌগাছা (যশোর) প্রতিনিধি   

২০ জুন, ২০২১ ১৭:৪৬ | পড়া যাবে ১ মিনিটেসড়কে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

যশোরের চৌগাছায় মোটরসাইকেল থেকে পড়ে গরুবোঝাই আলমসাধুচাপায় শামীমা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনায় স্বামী শরিফুল ইসলামও আহত হন। আজ রবিবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কে জাহাঙ্গীরপুর মাঠপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে মো. অংকন ও ননদ রেশমা বেগম জানান, শামীমা একজন এনজিও কর্মী ও অবসরে নিজ বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন। সেলাই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রী দুজনে মোটরসাইকেলে চৌগাছা যাচ্ছিলেন। পথে জাহাঙ্গীরপুর মাঠপাড়া নামক স্থানে পৌঁছলে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গৃহবধূ শামীমা। এ সময় গরুবোঝাই একটি আলমসাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় আহত শরিফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। থানা পুলিশ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা