kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

ফরিদপুরের তিন পৌর এলাকায় ৭ দিনের লকডাউন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ জুন, ২০২১ ১৫:৩১ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের তিন পৌর এলাকায় ৭ দিনের লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা এলাকায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভাপতি অতুল সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে আগামীকাল ২১ জুন ভোর ৬টা থেকে আগামী ২৭ জুন মধ্য রাত পর্যন্ত ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা এলাকায় লকডাউন কার্যকর থাকবে। এ সময় সব ধরণের কার্যক্রম বন্ধে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সকলকে লকডাউন ও নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।সাতদিনের সেরা