kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ঋষিঘাটের গঙ্গাস্নান বারুণী মেলা এবারও স্থগিত

হিলি প্রতিনিধি    

২০ জুন, ২০২১ ১০:৫৩ | পড়া যাবে ১ মিনিটেঋষিঘাটের গঙ্গাস্নান বারুণী মেলা এবারও স্থগিত

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ ঋষিঘাটের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান বারুণী মেলা এবারও স্থগিত করা হয়েছে। ফলে আজ অনুষ্ঠিত হচ্ছে না গঙ্গাস্নান বারুণী মেলা।

ঋষিঘাট গঙ্গা স্নান মন্দির কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, 'গত বছরের মতো এবারও ঘোড়াঘাট উপজেলাসহ সারা দেশে করোনা সংক্রমণ বেড়েছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় লকডাউন চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ; মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।

ভুট্টু আরো বলেন, মেলায় বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। এ  কারণে ঋষিঘাটের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান বারুণী মেলা এবারও স্থগিত করা হয়েছে।

আজ রবিবার (২০ জুন ২০২১) ভোর থেকে গঙ্গাস্নান, পূজা, অর্চনা, কীর্তন ভাগবত পাঠসহ গঙ্গাস্নানের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সাতদিনের সেরা