kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

কর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৮ জুন, ২০২১ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটেকর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের মইজ্জেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবার মহাসড়কের কর্ণফুলী উপজেলায় চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারগামী একটি বিআরটিসি (চট্টমেট্রো ব ১১-০৭০৪) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত ১৭ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজন নিহতের খবর পাওয়া গেছে। বাকি ১৫ জন চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সাতদিনের সেরা