kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি   

১৮ জুন, ২০২১ ১৮:১১ | পড়া যাবে ১ মিনিটেকিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি।

শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সুন্দর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সুন্দর আলী উপজেলার চুকচুকি গ্রামের লংগড় আলীর ছেলে।

আজ শুক্রবার বিকালে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার বিশ্বাস জানান, গত বুধবার দুপুরে ভুক্তোভোগী কিশোরী ক্ষেতে করলা তুলতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়।সাতদিনের সেরা