kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

আনসার আল ইসলামের এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক   

১৮ জুন, ২০২১ ০৩:১৩ | পড়া যাবে ১ মিনিটেআনসার আল ইসলামের এক সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম সারোয়ার হোসেন ওরফে আলিফ ওরফে মুসলিম ফৌজ (২৫)। গত বুধবার রাতে নওগাঁ পৌরসভার কাছারী রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়। সারোয়ার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনের সদস্য সংগ্রহ করছিলেন বলে জানান তদন্তকারীরা।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, সারোয়ার ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করতেন তিনি। এ ছাড়া তিনি নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে। সাতদিনের সেরা