kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

শীতলক্ষ্যার তীরে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    

১৮ জুন, ২০২১ ০৩:০৭ | পড়া যাবে ১ মিনিটেশীতলক্ষ্যার তীরে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে পাঁচটি ডকইয়ার্ড, একটি দোতলা ভবনসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নদীতীরের কয়েক জায়গায় সীমানা পিলার স্থাপন করা হয়।

বিআইডাব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, গতকাল দিনব্যাপী অভিযানে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরের ভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ডকইয়ার্ড, একটি দোতলা ভবন, কয়েকটি ড্রেজারের পাইপ, আধাকাঁচা-পাকা টিনের ঘরসহ মোট ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডাব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএর উপপরিচালক মোবারক হোসেনসহ অন্যরা।সাতদিনের সেরা