kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

প্রধানমন্ত্রীর উপহার দ্বিতীয় পর্যায়ের গৃহ নির্মাণ

গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ জুন, ২০২১ ২২:০৫ | পড়া যাবে ২ মিনিটেগফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিজী উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৭০টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সন্ধায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একযোগে সারা দেশে দ্বিতীয় পর্যায়ের গৃহগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গফরগাঁও উপজেলার ৭০টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করার কথা রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংবাদিক আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, এইচ কবির টিটু, নজরুল ইসলাম, মিথুন, মতিউর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, খাস জমি প্রাপ্তি সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ে উপজেলার দত্তেরবাজার ৩১টি, পাইথল ১৭টি, সালটিয়া ৫টি, মশাখালী ৭টি ও লংগাইর ইউনিয়নে ৮টি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বিভিন্ন ইউনিয়নে ২০০টি গৃহহীন পরিবার জমিসহ গৃহ পেয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম দ্বিতীয় পর্যায়ের ৭০টি গৃহ নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে বলেন, ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশে দ্বিতীয় পর্যায়ের গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর উদ্বোধন করবেন। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গফরগাঁও উপজেলার ৭০টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করার কথা রয়েছে।সাতদিনের সেরা