kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

চা বাগানে যুবকের ঝুলন্ত লাশ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   

১৭ জুন, ২০২১ ২০:৩২ | পড়া যাবে ১ মিনিটেচা বাগানে যুবকের ঝুলন্ত লাশ

হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করো হয়েছে। নিহত অভিলাষ মুন্ডা (৩০) উপজেলার নালুয়া চা বাগানের অনিল মুন্ডার ছেলে।

স্থানীয়রা জানায়, নালুয়া চা বাগানের ঝোপ ঝাড়ে একটি গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে তার লাশ মর্গে প্রেরণ করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা