kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

ময়মনসিংহ মেডিক্যাল থেকে ১৩ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

১৭ জুন, ২০২১ ১৭:৪২ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ মেডিক্যাল থেকে ১৩ দালাল আটক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এনায়েত কবির (৪২), মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, ফিরোজ মিয়া (৫০), আলাল উদ্দিন (৬০), নজরুল ইসলাম (৪০), আলা উদ্দিন (৫৫), টুটুল আহমেদ (৩৭), সোহেল মিয়া (৩১), আলমগীর হোসেন (৪২), আসাদুল ইসলাম (২৭)। তারা সবাই বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চিহ্নিত দালাল বলে জানান স্থানীয়রা।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, সম্প্রতি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন মহল থেকে তারা অভিযোগ পাচ্ছিলেন। এরই আলোকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন তিনি।সাতদিনের সেরা