kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

বেলকুচিতে পানিতে ডুবে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৬ জুন, ২০২১ ২২:৩১ | পড়া যাবে ১ মিনিটেবেলকুচিতে পানিতে ডুবে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে ডোবার পানিতে ডুবে রবিউল ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সগুনা গ্রামে এই ঘটনা ঘটে। রবিউল সগুনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় জানায়, বুধবার (১৬ জুন) সকালে বাড়ির উঠানেই শিশুটি খেলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে তার পরিবারের লোক না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু রবিউলের মৃত্যুতে তার পরিবার ও আশপাশের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা পানিতে পড়ে শিশু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা