kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি   

১৬ জুন, ২০২১ ১৭:১৯ | পড়া যাবে ১ মিনিটেমাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে লামিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লামিয়া ওই গ্রামের দুলাল মিয়া মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল কামাল।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে অন্য শিশুদের সঙ্গে লামিয়া খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। সাতদিনের সেরা