kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

চাঁদপুরে কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চাঁদপুর প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ২৩:১৬ | পড়া যাবে ২ মিনিটেচাঁদপুরে কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আগামী অর্থবছরে কৃষিখাতে ৪০% ভাগ বরাদ্দের দাবি জানিয়েছে, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। এ নিয়ে চাঁদপুর শহরে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুন) দুপুরে সংগঠনের নেতাকর্মীরা কৃষকদের সঙ্গে নিয়ে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জিএম বাদশা, আব্দুল ওয়াদুদ, তাবারক উল্লাহ, আব্দুল মান্নান প্রমুখ। সমাবেশে কৃষকরা তাদের দাবি সম্বলিত রঙ-বেরঙের প্লেকার্ড ও পোস্টার নিয়ে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, কৃষি ও কৃষক এবং ক্ষেতমজুরদের ১৪ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী আর্থিক বাজেটে ৪০% বরাদ্দ বৃদ্ধি করতে সরকারকে এখন উদ্যোগ নিতে হবে। তা না হলে, এই খাতে জড়িতরা নিষ্পেষিত হবে। শুধু তাই নয় তাদের উৎপাদিত ফসলের ন্যায্যামূল্য থেকেও বঞ্চিত হবে।

বক্তারা আরো বলেন, দেশের উন্নয়নের স্বার্থে কৃষক এবং কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। না হয়, খাদ্য উৎপাদনে দেশ যেমন পিছিয়ে যাবে। সঙ্গে কৃষকও অবহেলায় থাকবে।

পরে সংগঠনের নেতাকর্মীরা চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি তুলে দেন।

এসময় তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।সাতদিনের সেরা