kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

নান্দাইলে বজ্রাঘাতে এক বন্ধুর মৃত্যু, দুজন আহত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৪ জুন, ২০২১ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেনান্দাইলে বজ্রাঘাতে এক বন্ধুর মৃত্যু, দুজন আহত

প্রতীকী ছবি

বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে খালে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে তিন বন্ধুর একজন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার সন্ধ্যার আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি খালে বিকেলে মাছ ধরতে যান তিন বন্ধু আব্দুল্লাহ (২০), বাচ্চু মিয়া (২২) ও রফিকুল ইসলাম (২৫)। এ সময় বৃষ্টি শুরু হলেও তারা মাছ ধরতে থাকেন। পরে থেমে থেমে বজ্রপাত হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ বজ্রাঘাত হয় আব্দুল্লাহ’র ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পাশেই থাকা অপর দুইজন অচেতন হয়ে লুটিয়ে পড়েন। খবর পেয়ে লোকজন ছুটে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর নিহত আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।সাতদিনের সেরা