kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

৪৮ ঘণ্টায় হিলি সীমান্তে ১৭ জন করোনায় আক্রান্ত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ১৭:২৩ | পড়া যাবে ১ মিনিটে৪৮ ঘণ্টায় হিলি সীমান্তে ১৭ জন করোনায় আক্রান্ত

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ৪৮ ঘণ্টায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০১ জন আর মৃত্যু হয়েছে একজনের।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, আক্রান্তরা সবাই হোম কোয়ারিন্টিনে রয়েছে। তারা সকলে সুস্থ্য আছেন। নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। এ ছাড়া সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সাতদিনের সেরা