kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

রামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

১৪ জুন, ২০২১ ১০:০৩ | পড়া যাবে ১ মিনিটেরামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী সোমবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃত ১২ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ২ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। মারা যাওয়া ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, ৩ জন রাজশাহী, মেহেরপুরের ১ জন ও  নাটোরের ২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন। আজ সকাল ৬টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ৩০৭ জন। অথচ শয্যা সংখ্যা ২৭১টি।সাতদিনের সেরা