kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

দিনাজপুর সদরে সাত দিনের লকডাউন ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ০৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুর সদরে সাত দিনের লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলাকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আগামী মঙ্গলবার (১৫ জুন) থেকে এই লকডাউন কার্যকর করা হবে।

রবিবার (১৩ জুন) রাত ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে জরুরি পরিসেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।

এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন, বিরামপুরে ২ জন, ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে সদরে ২৭ জন। 
করোনা শনাক্তের হার ৩২.১৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৬ হাজার ২৭১ জন করোনা পজিটিভ হয়েছেন। ৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪৩ জন। যার মধ্যে গত ১৩ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরেই ৮ জন।সাতদিনের সেরা