kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

খালে ডুবে শিশুর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৩ জুন, ২০২১ ২০:১০ | পড়া যাবে ১ মিনিটেখালে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে নানার বাড়িতে বেড়াতে এসে সর্তা খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তানভীর হোসেন (৭) পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের আকতার হোসেনের ছেলে।  আজ রবিবার দুপুর ২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতর মামা মোহাম্মদ আলী বলেন, শিশু তানভীর আমার চাচাতো বোন ইয়াসমিনের ছেলে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে রবিবার দুপুরে পাশের খালে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায়। এ সময় সঙ্গে গোসল করতে যাওয়া অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা