kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সিএনজির ধাক্কায় সাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি    

১৩ জুন, ২০২১ ১৪:৪৬ | পড়া যাবে ১ মিনিটেসিএনজির ধাক্কায় সাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের মথুরাপুর ঢালান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের মৃত আনছার আলী মণ্ডলের ছেলে এবং মস্তালিপুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে চাটমোহর (অমৃতকুণ্ডা) হাটের উদ্দেশে যাচ্ছিলেন বৃদ্ধ মজিবর। পথে পাবনা-চাটমোহর মহাসড়কের মথুরাপুর ঢালানের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাশির।সাতদিনের সেরা