kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

পারিবারিক কলহে নিজেকে শেষ করলেন গৃহবধূ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি    

১২ জুন, ২০২১ ১৩:৩৫ | পড়া যাবে ১ মিনিটেপারিবারিক কলহে নিজেকে শেষ করলেন গৃহবধূ

বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে ইতি ভক্ত (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (১১ জুন) রাতে মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামে স্বামীর বাড়িতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে আজ শনিবার (১২ জুন) সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

নিহত ইতি ভক্ত মোল্লারকুল গ্রামের লিপন ভক্তের স্ত্রী। মুন্সিগঞ্জ জেলার শ্যামল ভক্তের মেয়ে। এক বছর চারমাস আগে মোল্লারকুল গ্রামের লিপন ভক্তের সাথে ইতির বিয়ে হয়েছিল।

মোল্লাহাট থানার এসআই জয়দেব বসু বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক অবস্থায় ধারনা করছি পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। সাতদিনের সেরা