kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

লাশবাহী আ্যাম্বুলেন্স কেড়ে নিল আরও দুই প্রাণ

মানিকগঞ্জ প্রতিনিধি   

১২ জুন, ২০২১ ১১:০৮ | পড়া যাবে ১ মিনিটেলাশবাহী আ্যাম্বুলেন্স কেড়ে নিল আরও দুই প্রাণ

দুর্ঘটনাস্থলে স্বজনদের আহাজারি।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ জুন) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।

নিহতরা হলেন, শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্দাজগহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৬) ও একই উপজেলার কান্দা সাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে দীপক হালদার (২৫)। আহত অ্যাম্বুলেন্সচালক যশোর সদর উপজেলার গোপপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে রনি মিয়া (৩০)।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, যশোরগামী মরদেহ বহনকরা অ্যাম্বুলেন্সের সাথে মানিকগঞ্জগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় দুই মোটরসাইকেল আরোহী। তাদের লাশ মানিকগঞ্জ সদর হাসপতাল মর্গে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সের লাশ ও যাত্রীদের অন্য একটি অ্যাম্বুলেন্সে করে যশোরে পাঠিয়ে দেয়া হয়েছে।সাতদিনের সেরা