kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বস্তার নিচে ফেনসিডিল ওপরে আলু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি    

১০ জুন, ২০২১ ১৩:২২ | পড়া যাবে ১ মিনিটেবস্তার নিচে ফেনসিডিল ওপরে আলু

ছবি: কালের কণ্ঠ

আলুর বস্তায় করে ফেনসিডিল পাঁচারের অভিযোগে সায়েদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ জুন) রাতে পৌরশহরের দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্বপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক সায়েদ আলী পৌরশহরের ভবানিপুর মুন্সিপাড়া মোকছেদ আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস বর্মণ কালের কণ্ঠকে বলেন, 'আলুর বস্তায় করে বিশেষভাবে লুকিয়ে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার জন্য শহরের পূর্বপাড়া অবসর মোড়ে একটি দোকানের সামনে অপেক্ষা  করছিল সায়েদ আলী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সায়েদ আলীকে আটক করা হয়। পরে তার আলুভর্তি বস্তায় তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আলুর বস্তার নিচের অংশে ফেনসিডিল আর ওপরের অংশে ছিল আলু।'

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, 'আলুর বস্তায় ফেনসিডিল পাঁচারের অভিযোগে সায়েদ আলীকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।' সাতদিনের সেরা