kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

রাজশাহী মেডিক্যালে করোনায় ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

১০ জুন, ২০২১ ১১:৪০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী মেডিক্যালে করোনায় ১২ জনের মৃত্যু

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৯ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তাঁরা। মৃতদের ৯ জনের বাড়ি রাজশাহীতে। আর বাকি ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য জানিয়েছেন।

ডা. ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনাভাইরাসে মারা গেছেন ৭ জন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

ডা. ফেরদৌস জানান, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনাভাইরাসের ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। রাজশাহীর ১৪২ জন, নওগাঁর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নাটোরের ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন। সাতদিনের সেরা