kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

নবাবগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

৭ জুন, ২০২১ ২০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে লুৎফর রহমান (৩৫) ও সঞ্জয় দাস (২১) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফর উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও সঞ্জয় একই ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় গ্রামের রঞ্জিত দাসের ছেলে। তারা ঠিকাদার জমসের আলীর অধীনে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত সঞ্জয় দাসের ভাই প্রীতম দাস জানান, সোমবার সকালে লুৎফর রহমান ও সঞ্জয় দাসকে দিঘিরপাড় খালপাড় গ্রামের সুমন মিয়ার বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে পাঠান ঠিকাদার জমসের আলী। দুপুরের দিকে তাদের মুঠোফোন বন্ধ পান ঠিকাদার। তাদের খোঁজ নিতে প্রীতমকে পাঠানো হয়। প্রীতম সেফটি ট্যাংকের ভিতরে তাদের পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। দুই পরিবারের স্বজনরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন। নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে যান।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।সাতদিনের সেরা