kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

বিকেএসপির চূড়ান্ত নারী ক্রিকেটারের তালিকায় বোচাগঞ্জের ইমান্তা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৭ জুন, ২০২১ ১৯:৪১ | পড়া যাবে ১ মিনিটেবিকেএসপির চূড়ান্ত নারী ক্রিকেটারের তালিকায় বোচাগঞ্জের ইমান্তা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার চূড়ান্ত নারী ক্রিকেটারের তালিকায় স্থান করে নিয়েছেন বোচাগঞ্জের অচেনা জান্নাত ইমান্তা। ইমান্তা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নম্বর আটাগাঁও ইউনিয়নের আনিছুর রহমানের মেয়ে।

জানা গেছে, বিকেএসপি ২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার চূড়ান্ত তালিকায় ৩৭ জন পুরুষ ও ৫ জন নারী ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে। অচেনা জান্নাত ইমান্তা শেখ রাসেল মিনি স্টেডিয়াম (সেতাবগঞ্জ বড় মাঠে), ব্রাইট ফিউচারে কোচিং করতেন। তার নির্বাচিত হওয়ায় বোচাগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গন আনন্দের জোয়ার ভাসছে। এ জন্য তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরল আনোয়ার চৌধুরী, সহ সভাপতি নজরুল ইসলাম নজু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তীলক কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চন্দ্র সরকার, আবু তাহের মো. মেজবাহুল। এ ছাড়া হাসিবুল ইসলাম হাসু, বিধান চক্রবর্তী শুভ, মো. শিবলি, ব্রাইট ফিউচার কোচিংয়ের ট্রেইনার রনি প্রমুখ।সাতদিনের সেরা