kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

ধূমপান না করার শপথ নিলেন তারা

রাজবাড়ী প্রতিনিধি   

৭ জুন, ২০২১ ১৬:০১ | পড়া যাবে ১ মিনিটেধূমপান না করার শপথ নিলেন তারা

‘মুজিব বর্ষের অঙ্গীকার তামাক ও ধূমপান করবো পরিহার’- এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ধূমপান করে এমন পরিবহন শ্রমিকদের ধূমপান ত্যাগের শপথ বাক্যপাঠ পড়ানো হয়েছে। সেই সঙ্গে তাদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।

আজ সেমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মুক্ত মঞ্চে ৫১ জন ধূমপায়ীকে ধূমপান না করার শপথ বাক্য পাঠ করান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা