kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

বারি’তে রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৭ জুন, ২০২১ ১০:৩৪ | পড়া যাবে ১ মিনিটেবারি’তে রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ জুন) দুইদিনের ওই কর্মশালায় গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন বেসরকারী কলেজের ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম।

বক্তব্যে বারি’র মহাপরিচালক বলেন, কৃষকেরা অনেক সময় ফসলে মাত্রাতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করে থাকেন। অধিক কীটনাশক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে। এজন্য আমাদের ফসলে রাসায়নিক কীটনাশকের যুক্তিসংগত ব্যবহার করার পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। এতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যঝুকি কমে আসবে।সাতদিনের সেরা