kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

গলাচিপায় গাছচাপায় শ্রমিকের মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি   

৬ জুন, ২০২১ ১৯:৪০ | পড়া যাবে ১ মিনিটেগলাচিপায় গাছচাপায় শ্রমিকের মৃত্যু

গলাচিপায় গাছচাপায় জলিল খা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া হাবিব প্যাদার বাড়িতে রেইনট্রি গাছ কাটার সময় এ ঘটনা ঘটে। আহত জলিলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ রায় জানান, গাছ কাটার জন্য ডাকুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড় ডাকুয়া গ্রামের জলিল খা ওই এলাকায় যায়। গাছ কাটার সময় অসতর্কতার কারণে গাছচাপা পড়ে জলিল মারাত্মক আহত হয়। আহত জলিলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন। জলিলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনা শুনেছি। এ ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। লাশ নিয়ে আসার পর অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 সাতদিনের সেরা