kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৪ জুন, ২০২১ ২০:১৮ | পড়া যাবে ২ মিনিটেআম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নে এই প্রাণহানির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। 

বজ্রপাতে নিহতরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের মো. রানার স্ত্রী মোসা. এ্যানি খাতুন (২৫) ও তার ছেলে নূর মোহাম্মদ (৫) এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলীচর গ্রামের আব্দুল মতিনের ছেলে ইয়াসির আরাফাত (১০)।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেল সাড় ৩টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে মা ও ছেলে বাড়ির পাশের আমবাগানে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন মা এ্যানি খাতুন। গুরুতর আহত অবস্থায় ছেলে নূর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সুন্দরপুরে মা ও মেয়ে মারা গেছেন। এ ছাড়াও আম কুড়াতে গিয়ে চরবাগডাঙ্গা ইউনিয়নের আরেক ১০ বছর বয়সী ছেলে ইয়াসির আরাফাত বজ্রপাতে মারা গেছে। 

নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ।সাতদিনের সেরা