kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

নগরীর কোন শিশুই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না

নিজম্ব প্রতিবেদক, গাজীপুর    

৪ জুন, ২০২১ ১৮:৪১ | পড়া যাবে ১ মিনিটেনগরীর কোন শিশুই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না

গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত নগরীর ৪৩৯টি কেন্দ্রে দুই লাখ ৭৩ হাজার ৩৪৯ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। একটি শিশুও যেন এ টিকা থেকে বাদ না যায় সে জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করছে।

আজ শুক্রবার দুপুরে তিনি নিজ বাসভবনের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ জানান, শনিবার থেকে থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গাজীপুর মহানগরীতে ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৫৩৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪১ হাজার ৮১৩জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১৭৩জন স্বাস্থ্য কর্মী ও ৮৩৬জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।সাতদিনের সেরা