kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

ঘুড়ি উড়ানোর দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি   

৪ জুন, ২০২১ ০০:৩৪ | পড়া যাবে ২ মিনিটেঘুড়ি উড়ানোর দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

নরসিংদীর রায়পুরায় ঘুড়ি উড়ানো নিয়ে শিশুদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে হারুন খান (৫৫) বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় রায়পুরা পৌর এলাকার তুলাতুলীতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার বাসিন্দা এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার তুলাতুলীতে নিহত হারুন খানের মেয়ের দুই ছেলে আলী ও আলাদীন বাড়ির পাশের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় সেখানে যায় প্রতিবেশী জালাল মিয়ার মেয়ের ছেলে আব্দুল আহাদ। পরে ঘুড়ি উড়ানো নিয়ে শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরে জালাল মিয়ার লোকেরা হারুন খানকে কিলঘুষি দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জালাল ও তার মেয়ে কুলসুমকে আটক করেছেন।

নিহত হারুনের চাচাতো ভাই জাকির খান জানান, প্রথমে শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে হারুন খান এগিয়ে এলে জালালের লোকেরা তাকে পিটিয়ে হত্যা করেন। 
তবে এ ব্যাপারে নিজেদের নির্দোষ দাবি করেছেন আটক কুলসুম।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, নিহতের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো থানায় অভিযোগ দেয়নি।সাতদিনের সেরা