kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

বিআরটিসি বাসের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

বরিশাল অফিস   

৩ জুন, ২০২১ ১৮:১৫ | পড়া যাবে ১ মিনিটেবিআরটিসি বাসের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় মটরসাইকেল চালাক নিহত হয়েছেন। গতকাল  বৃহস্পতিবার বিকেল ৩টায় সড়কের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এবিএম জসিম উদ্দীন পটুয়াখালীর টেলিখালি এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, নিহত জসিম উদ্দিন মটরসাইকেল চালিয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে বরিশাল নগরীর কাশিপুর এলাকা অতিক্রমের সময়ে পেছন থেকে বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তার স্বজনদেও খবর দেওয়া হয়েছে। সাতদিনের সেরা