kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

যশোরে পিস্তল ও গুলিসহ আটক দুই

যশোর প্রতিনিধি   

৩ জুন, ২০২১ ১৭:৪৭ | পড়া যাবে ১ মিনিটেযশোরে পিস্তল ও গুলিসহ আটক দুই

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার খলসী বাজার থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আটককৃতরা হলো, বেনাপোলপোর্ট থানা এলাকার রাজগঞ্জ গ্রামের কানাই সরকারের ছেলে শংকর কুমার সরকার (২৭) ও পুটখালী গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আজিম শেখ ওরফে পচা (১৯)।

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে পোর্ট থানার খলসী বাজারের রিপন মিয়ার চায়ের দোকান থেকে তাদের অস্ত্র-গুলিসহ আটক করে। তারা সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। আটককৃতদের মধ্যে শংকর কুমার সরকারের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। সাতদিনের সেরা