kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

মাটিরাঙ্গায় অসহায় পরিবারের পাশে বিজিবি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

২ জুন, ২০২১ ১৮:১২ | পড়া যাবে ১ মিনিটেমাটিরাঙ্গায় অসহায় পরিবারের পাশে বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির বাসিন্দা স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়ের আয়োজনে পরিবারটির পাশে দাঁড়িয়েছে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি।

জানা গেছে, করল্যাছড়ির বাসিন্দা দুস্থ স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলেও আর্থিক সঙ্কটে পড়ে পরিবারটি। এমন খবরে পরিবারটির পাশে দাঁড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৪০।

বুধবার (২ জুন) সকালে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৪০ বিজিবির পলাশপুর জোন সদরে স্বপন চন্দ্র শীলের হাতে বিবাহের অনুষ্ঠান আয়োজনে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি। এ সময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।

পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন বলেন, সীমান্ত সুরক্ষার পাসাপাশি বিজিবি সব সময়ই দুস্থ মানুষের পাশে আছে। তারই ধারাবাহিকতায় মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজনে স্বপন চন্দ্র শীলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।সাতদিনের সেরা