kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

রংপুরে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

রংপুর অফিস   

২ জুন, ২০২১ ১৬:৪০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে ডাস্টবিনে দুই দিনের এক মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে স্থানীয়রা একটি ডাস্টবিনে নবজাতককে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতককে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেছে। শিশুটির ঠোঁট কাটা। নবজাতকের অভিভাবকের সন্ধান করা হচ্ছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি।সাতদিনের সেরা