kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

আমতলীতে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি   

৩১ মে, ২০২১ ২১:২৬ | পড়া যাবে ১ মিনিটেআমতলীতে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

বরগুনার আমতলীতে তিন বছরের শিশু ইয়াসিন পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে ইয়াসিন পরিবারের সকলের অজান্তে বাড়ির পুকুরে পানিতে পড়ে যায়।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে পরে পুকুরে খুঁজতে থাকে। ঘণ্টা দুয়েক চেষ্টার পর পুকুর থেকে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

আমতলী হাসপাতালের চিকিৎসক ডা. সাঈদী সোহাগ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।

শিশুটির পিতা মো. শাহজালাল মিয়া বলেন, সকালে আমার বাবাটা সকলের অজান্তে বাড়ির পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।সাতদিনের সেরা