kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

৩১ মে, ২০২১ ১৬:৪৫ | পড়া যাবে ১ মিনিটেদামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পষ্টে ওল্টু মন্ডল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে তার ছেলে আকাশ আলী (৮)। নিহত ওল্টু মন্ডল ইব্রাহীমপুর গ্রামের মৃত দলু মন্ডলের ছেলে।  

স্থানীয়রা জানান, ওল্টু মন্ডল টিনের ঘরে বসবাস করেন। কদিন থেকে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের তার নষ্ট হয়ে ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফেরেন ওল্টু মন্ডল ও তার ছেলে। ঘরে ওঠার সময় টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। এসময় ছেলে আকাশ ঘরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ঘরে থাকা একটি ছাগল। 

পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও ডিফেন্সে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওল্টু মন্ডলকে মৃত ঘোষণা করেন।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা