kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

উলিপু‌রে বিদ্যুতায়িত হ‌য়ে মামা‌ ভাগ্নের মৃত্যু

উলিপু‌র (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি   

২৮ মে, ২০২১ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেউলিপু‌রে বিদ্যুতায়িত হ‌য়ে মামা‌ ভাগ্নের মৃত্যু

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে ২ জ‌নের মর্মা‌ন্তিক মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ শুক্রবার দুপু‌রে উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের নগরপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহত ব‌্যক্তিরা আপন মামা‌ ভাগ্নে।

নিহতরা হ‌লো মৃত ম‌জিদ মিয়ার পুত্র তৈয়ব আলী (৪৫) ও ইসলাম উদ্দিনের পুত্র হা‌কিম উদ্দিন (৫৫)। এ ঘটনায় তৈয়ব আলীর স্ত্রী জা‌মেনা বেগম গুরুতর আহত অবস্থায় উলিপুর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মেডিক্যাল অ‌ফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার দুপু‌রে তৈয়ব আলী ও হা‌কিম উদ্দিন বা‌ড়ি‌র বৈদ‌্যু‌তিক লাইনের কাজ কর‌া অবস্থায় আক‌স্মিক বিদ‌্যুতা‌য়িত হ‌ন। প‌রে তা‌দের উদ্ধার করতে আ‌সা তৈয়ব আলীর স্ত্রী জা‌মেনা বেগমও (৪৫) গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তৈয়ব আলী ও হা‌কিমকে মৃত ঘোষণা ক‌রেন।সাতদিনের সেরা