kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

গৌরীপুরে গভীররাতের আগুনে পুড়ল বাসা, দোকান ও গোডাউন

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৮ মে, ২০২১ ১৩:৩৬ | পড়া যাবে ১ মিনিটেগৌরীপুরে গভীররাতের আগুনে পুড়ল বাসা, দোকান ও গোডাউন

ময়মনসিংহের গৌরীপুরে গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান, গোডাউন ও বাসা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের হারুন পার্ক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার। কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় পলাশকান্তি বিশ্বাসের বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের আনোয়ার হোসেনের স্টুডেন্ট লাইব্রেরি, ভাই ভাই স্টোর নামে একটি মনিহারী দোকান ও গৌরীপুর ইলেক্ট্রনিকসের গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের জনতা ব্যাংকেও আগুন লাগার ঝুঁকি ছিল। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দোলোয়ার হোনের সাগর জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সাতদিনের সেরা