kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

বঙ্গোপসাগরে বিকল হওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি   

২৬ মে, ২০২১ ২১:২১ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগরে বিকল হওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হওয়া পাথর বোঝাই এম ভি সানভ্যালি ৪ জাহাজের ১২ ক্রুকে অক্ষত উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

আজ বুধবার দুপুর ১টার দিকে হাতিয়া দ্বীপের ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে চট্রগাম থেকে ঢাকার হাছনাবাদ যাওয়ার পথে পাথর বোঝাই জাহাজটি হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় পৌঁছলে সাগরের পানির প্রচণ্ড চাপে জাহাজের বিম,হলকা, তেরফাল ভেঙে ভেতরে ঢুকে জাহাজটি বিকল হয়ে পড়ে।
এম ভি সানভ্যালি ৪ জাহাজের ড্রাইভার মো.আশরাফুল আলম এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহার বিকল হয়ে পড়লে আমরা পানি কম দেখে জাহাজ নিরাপদে এংকর করি। জাহাজকে নিরাপদে রেখে দুর্ঘটনার খবর সংশ্লিষ্টদের জানালে দুপুর ১টার বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ১২ জন ক্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। জাহাজ এখনো নিরাপদ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে জানতে ভাসানচর থানার ওসি মো. মাহে আলমকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।সাতদিনের সেরা