kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

পদ্মায় গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি   

২৫ মে, ২০২১ ২২:১১ | পড়া যাবে ১ মিনিটেপদ্মায় গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

শরীয়তপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ফজল হক ছৈয়াল (৬৫) নামে এক জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ৭টায় নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মূলফৎগঞ্চ বাজার এলকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ফজল হক ছৈয়াল নড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কলুকাটি গ্রামের মৃত জাহা বক্স ছৈয়ালের ছেলে।

নিখোঁজ ফজল হক ছৈয়ালকে উদ্ধারের জন্য বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর থেকে উদ্ধারের চেষ্টা করছে। তাদের সাথে সহযোগিতা করছে শরীয়তপুরে ফায়ার সার্ভিসের একটি টিম ও নৌপুলিশ।

নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জয়ন্তী রুপা জানান, নিখোঁজ ফজল হক বেপারী মূলফৎগঞ্চ বাজার ঘাটে পদ্মা নদীরপারে গোসল করতে আসলে তিনি নদীতে নামলে আর উঠেননি, ঘাটে তার লাঠি ও কাপুর রেখে নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস ডুবুরিদল ও নৌপুলিশ। সাতদিনের সেরা